পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধে বারিধারায় অভিযানে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪০ এএম, ১১ জানুয়ারি ২০২৩

পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধ করতে রাজধানীর বারিধারায় অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান শুরু হয়। তিনি অভিযান তদারকি করছেন।

পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধে বারিধারায় অভিযানে ডিএনসিসি

গত ৪ জানুয়ারি গুলশান ২ নম্বরের ১০৪ ও ১১২ নম্বর রোডের দুটি বাড়ির সামনে ড্রেনে কলাগাছ দিয়ে সারফেস ড্রেন থেকে পয়োবর্জ্যের সংযোগ বন্ধ করে দেয় ডিএনসিসি।

আরও পড়ুন: ড্রেন বা খালে পয়ঃবর্জ্যের সংযোগ পেলে বিন্দুমাত্র ছাড় নয়

ওইদিন মেয়র আতিকুল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, আমরা গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকায় সরেজমিনে সার্ভে করেছি। যেখানে বহু বাড়িতে পয়োবর্জ্যের অবৈধ সংযোগ পাওয়া গেছে। অনেকে চোরাই পথে সারফেস ড্রেনে পয়োবর্জ্যের লাইন দিয়েছে। অভিজাত এলাকাতেই এতো সমস্যা, এটি এলার্মিং। এতে খাল ও লেকের পানি দূষিত হচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমি কলাগাছ দিয়ে ড্রেনের সংযোগ বন্ধ করে দিচ্ছি। ফলে ময়লা ব্যাক ফ্লো করবে। এখন বাড়ির মালিকরা সচেতন হতে বাধ্য। শহরকে বাঁচাতে বাধ্য হয়ে এসব সংযোগ বন্ধ করেছি। ওয়াসা পানির দ্বিগুণ সুয়ারেজ বিল নিলেও কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয়েছে।

পয়োবর্জ্যের অবৈধ সংযোগ বন্ধে বারিধারায় অভিযানে ডিএনসিসি

পয়োবর্জ্যের কারণে লেকগুলোর পানি দূষিত হয়ে গেছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, লেকে মাছ চাষ করা যাচ্ছে না। মশা নিধনে ন্যাচারাল সলিউশন সম্ভব হচ্ছে না। গুলশান সোসাইটির নতুন কমিটি আমার কাছে তিনমাস সময় চেয়েছিল। আমি তাদের ছয়মাস সময় দিয়েছি। কেউ ব্যবস্থা নেয়নি। আমরা ড্রেন ও খাল আর দূষিত হতে দেবো না।

এমএমএ/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।