রাষ্ট্রপতির সঙ্গে প্রতিমন্ত্রী পলকের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতিকে বঙ্গভবন আর্কাইভস এবং তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রকল্প সম্পর্কে অবহিত করেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন>> জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অতিক্রম করছি: রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক এবং প্রকল্পের আওতাভুক্ত কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় সাড়ে ৪৩ কোটি টাকা।
আরও পড়ুন>> নতুন বছরে যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>> যে ৩ ভুলে স্মার্টফোনের ব্যাটারি তাড়াতাড়ি নষ্ট হয়
এমএএইচ/জিকেএস