মোদি সরকারের পদক্ষেপে উদ্বিগ্ন সংসদীয় কমিটি
আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে ভারতের মোদি সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ভারতের প্রস্তাবিত জাতীয় বাজেটে এই প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ রেখেছে দেশটি। চুক্তি বাস্তবায়নের আগে প্রকল্পটিতে নতুন করে বরাদ্দ দেওয়া টাকায় আসলে কী করতে যাচ্ছে ভারত তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সেদেশের সরকারের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পরামর্শ দিয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, তালুকদার আব্দুল খালেক, এ কে এম ফজলুল হক, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী ও সেলিনা জাহান লিটা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন বলেন, ভারতের লোকসভায় সদ্য প্রস্তাবিত বাজেটে আন্তঃনদী সংযোগ প্রকল্পে ১০০ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে। মোদি সরকারের অর্থমন্ত্রী অরুন জেটলির প্রস্তাবে গত ৯ জুলাই প্রস্তাবিত বাজেটে প্রকল্পটির জন্য এই বরাদ্দ রাখা হয়। তিনি জানান, বহুল আলোচিত এ আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে আগে থেকেই বাংলাদেশের পরিবেশবিদরা আন্দোলন করে আসছিল। প্রকল্পটিতে নতুন করে এ অর্থ বরাদ্দ আসলে কী সংকেত দেয় তা নিয়ে পরিবেশবিদরাও শঙ্কিত। কমিটির সদস্যরাও এনিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাই কমিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে ভারত সরকারের মনোভাব জানতে বলা হয়েছে।