বিমান বাহিনী ও বাউবি`র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ বিমান বাহিনীর বিমানসেনাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বুধবার বিমান বাহিনী সদর দপ্তরে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে পরিচালক শিক্ষা পরিদপ্তর গ্রুপ ক্যাপ্টেন কাজী আবদুল মঈন এবং বাউবি’র পক্ষে রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মানব সম্পদ উন্নয়ন ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও উন্নয়নের ধারায় এই সমঝোতা স্মারক স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে জানানো হয়।
সমঝোতা স্মারকের আওতায় বাউবি প্রাথমিকভাবে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে (ঢাকা, চট্টগ্রাম ও যশোর) ৩টি স্টাডি সেন্টার খুলবে যার সংখ্যা পরবর্তীতে প্রয়োজনানুসারে পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে। এই স্টাডি সেন্টার সমূহের মাধ্যমে বিমানসেনাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যক্রম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সমন্বিত ও পরিচালিত হবে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান তাদের নিজ নিজ প্রতিষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।
এ সময় বাংলাদেশ বিমান বাহিনী ও বাউবি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।