ইন্টারনেট লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীতে বৈদ্যুতিক খুঁটিতে ঝুলন্ত ইন্টারনেট তারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিমুল (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় রেললাইনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ঠিকানা আকবর শাহ থানাধীন কৈবল্যধাম এলাকায় হলেও তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত শিমুলকে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিমুলকে হাসপাতালে নিয়ে আসা নুর মোহাম্মদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত তরুণ এম্পাওয়ারিং নেট কোম্পানি নামের একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কাজ করতেন। বৃহস্পতিবার দুপুরে এক গ্রাহকের ইন্টারনেট লাইনের ত্রুটি সারাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। নিহত শিমুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ইকবাল হোসেন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।