দেওয়াল লিখন, পোস্টারিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি
দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন-২০১২ বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (২ জানুয়ারি) বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ হয়েছে এই গণবিজ্ঞপ্তি।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সবাই মিলে সবার ঢাকা, সুস্থ, সচল ও আধুনিক ঢাকা এবং স্মার্ট সিটি গড়ে তোলার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন জনস্বার্থে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান যত্রতত্র পোস্টার, রেক্সিন, দেওয়ালে চুন বা কেমিক্যাল দিয়ে লেখা, নামফলক, সাইনবোর্ড, এলইডি, বিলবোর্ড, ব্যানার ইত্যাদির মাধ্যমে অবৈধভাবে বিজ্ঞাপন প্রচার করছেন। ইতিপূর্বে, দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ প্রকাশ করা হয়েছে। এই আইন অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।
তাই ঢাকা উত্তর সিটির অধীন এলাকায় যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হলো। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ এর বিধান লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানান মেয়র আতিকুল ইসলাম।
এমএমএ/এমএইচআর/জেআইএম