‘হিজরত’র নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণী ফিরছেন নতুন জীবনে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০২ জানুয়ারি ২০২৩

জঙ্গিবাদ ও কথিত হিজরতের নামে ঘরছাড়া নয়জন তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাবের গোয়েন্দা টিম ও ব্যাটালিয়ন এই নয় তরুণ-তরুণীকে উদ্ধার করেছে।

সোমবার (২ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই তরুণ-তরুণীদের তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। র‌্যাব মহাপরিচালক অতিরক্ত আইজিপি এম খুরশীদ হোসেন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। একই সঙ্গে পরবর্তীসময়ে তাদের ভবিষ্যৎ গতিবিধিও পর্যবেক্ষণ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব সূত্র জানায়, ওই ৯ তরুণ-তরুণী সম্প্রতি কথিত হিজরতের নামে বাড়ি থেকে বেরিয়ে যান। তারা কোনো জঙ্গি গ্রুপের সঙ্গে না জড়ালেও নিজেরাই তাদের তথ্য-প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ে যেতে চেয়েছিলেন হিজরত করতে। তারা বাসা থেকে বেরিয়ে নিরুদ্দেশ হওয়ার পর স্বজনরা সংশ্লিষ্ট থানায় জিডি করেন। ওই জিডির সূত্র ধরে তাদের সন্ধান পাওয়া যায়।

প্রাথমিকভাবে র‌্যাব জানতে পেরেছে, নিখোঁজ ৯ তরুণ-তরুণী নতুন বা পুরোনো কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে নয়, নতুনভাবেই তারা হিজরত করতে চেয়েছিলেন। হিজরতের জন্য তারা ব্যবহার করতেন ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। তারা জঙ্গিবাদের জন্য নিজেরাই গ্রুপ তৈরি করতে চেয়েছিলেন। পরে বুঝতে পারেন এটা আসলে ভুল পথ। তাদের উপলব্ধি হয় যে, তারা অনলাইনে বিভিন্ন উগ্র মতাদর্শের গ্রুপের পেজ দেখে ভুল পথে পা বাড়িয়েছেন।

তথ্য-প্রযুক্তির মাধ্যমে র‌্যাব জানতে পেরেছে, ওই ৯ তরুণ-তরুণী নিজেরাই হিজরতের পথে পা বাড়ান। তাদের মা-বাবা ও পরিবার উৎকণ্ঠার মধ্যে থাকলেও তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন। যেহেতু তারা এখনো কোনো জঙ্গি সংশ্লিষ্টতায় জড়িত হননি, তাই তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, ওই ৯ তরুণ-তরুণীর গতিবিধি ভবিষ্যতেও র‌্যাবের পর্যবেক্ষণে থাকবে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জাগো নিউজকে বলেন, নতুন কোনো জঙ্গি সংগঠনে তারা উদ্বুদ্ধ হয়নি। বিভিন্নভাবে ধর্মীয় অপব্যাখ্যায় তারা উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন সময় হিজরতের নামে ঘর ছাড়েন। বিষয়টি জানার পর থেকে দীর্ঘ সময় ধরে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদেকে উদ্ধার করে র‌্যাব হেফাজতে নেওয়া হয়। তাদের ডি-রেডিকালাইজড করে পরিবারের কাছে সোমবার হস্তান্তর করা হবে।

তিনি বলেন, পাহাড়ে পলাতক জঙ্গি সদস্যদের ওপর র‌্যাবের নজরদারি অব্যাহত রয়েছে। তাদের গ্রেফতারেরও চেষ্টা চলছে। এরই মধ্যে কয়েকজন তরুণ-তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তালিকায় একজন নারীকেও বুঝিয়ে আলোর পথে আনা হয়েছে।

সম্প্রতি জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে জঙ্গিদের নতুন সংগঠনে হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ৫৫ জনের বেশি তরুণ। এরমধ্যে পাঁচজনকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে র‌্যাব।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও র‌্যাব সদস্যরা এ সংগঠনের অন্তত ২৫ জনকে বিভিন্ন সময় গ্রেফতার করে। তারা পাহাড়ে কুকি-চিন নামে একটি সংগঠনের সঙ্গে সশস্ত্র প্রশিক্ষণ নেয়। পাহাড়ে প্রশিক্ষণ নেওয়া অর্ধশতাধিক হিন্দালের জঙ্গি সদস্য এখনো নিরুদ্দেশ। এরই মধ্যে আরও ৯ তরুণ-তরুণী নিরুদ্দেশ হওয়ার ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। উদ্বিগ্ন হয়ে ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

টিটি/এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।