মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরিয়ান (১৪) নামের এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।
আরও পড়ুন: মিরপুরে এসি বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু
এর আগে বিস্ফোরণের ঘটনায় গত শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়। হাজেরা বেগমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এই এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ও আরিয়ান দগ্ধ হন।
আরও পড়ুন: মিরপুরে এসি বিস্ফোরণে দুইজন দগ্ধ
বিস্ফোরণের ঘটনার পরপরই আরিয়ানের বাবা মো. রেজাউল ইসলাম জাগো নিউজকে জানিয়েছিলেন, ওইদিন রাত সাড়ে তিনটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে দুজনকেই ভর্তি করা হয়। তখন দুজনের অবস্থাই আশংকাজনক বলে চিকিৎসক জানিয়েছিলেন।
এমকেআর/এমএস