চট্টগ্রামে ৬ ফার্মেসিকে জরিমানা
অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের ছয়টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন আকন্দ।
জরিমানা করা ফার্মেসিগুলো হলো- রাইসা মেডিকেল হক, একুশে ড্রাগ হাউজ, জমজম ফার্মেসি, বি কে ফার্মেসি, জনতা ড্রাগ হাউজ ও সাহান মেডিকো।
অভিযানে জব্দ করা অনুমোদনহীন বিদেশি ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ানস স্যাম্পল (চিকিৎসকদের জন্য সৌজন্যমূলক ওষুধ) সবার সামনে নষ্ট করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
এ বিষয়ে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, আমি নতুন যোগদান করেছি। বিভিন্ন বিষয়ে আমরা খোঁজ-খবর নিচ্ছি। ভেজাল, অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রসাধনী, শিশুখাদ্যসহ সব অনিয়মের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেবো। ভবিষ্যতে আরও বড় অভিযান চালানো হবে।
ইকবাল হোসেন/আরএডি/জিকেএস