আগারগাঁওয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২

রাজধানীর আগারগাঁওয়ে ৬০ ফিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (১৮ ডিসেম্বর) সকাল থেকে ডিএনসিসির অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

jagonews24

অভিযানে আগারগাঁও থেকে গ্রামীণ ব্যাংক পর্যন্ত ৬০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ প্রকল্পের আওতাধীন ডিএনসিসির মালিকানাধীন ভূমির অবৈধ দখল অপসারণ করা হয়। এসময় ৬০ফিট এলাকায় রাস্তার দুপাশে দীর্ঘদিন ধরে থাকা মোট ১২-১৪ টি দোকান ও দোকানের সামনে দখল করা রাস্তা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইসমাইল মোল্লা।

এমএমএ/আরএডি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।