শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করে সফলতা পাওয়া মানুষ: পরিকল্পনামন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝুঁকি নিয়ে কাজ করে সফলতা পাওয়া একজন মানুষ বলে উল্লেখ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ঝুঁকি নেওয়া মানুষ। হোঁচট খেয়েও শেষ বিচারে ফলাফল ভালো আসছে। মানবসম্পদ ও টেকনোলজি নিজেদের অর্জন করতে হবে। কেউ এসে দিয়ে যাবে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যোগ-বিয়োগ করে বিজয় লাভ করেন। মাথা ঠান্ডা করে কাজ করেন। শেষ বিচারে তার সঙ্গে কাজ করে আনন্দ পাই।

‘ডিজিটাল রূপান্তর ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন’ বইটি লিখেছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস’র গবেষণা পরিচালক ড. মনজুর হোসেন।

লেখক বলেন, বইটিতে ডিজিটালাইজেশনের সঙ্গে অর্থনৈতিক দিকটি প্রাধান্য দেওয়া হয়েছে। ভারত, চীন ডিজিটাল কাজ শুরু করে। তবে ২০১০ সালে ডিজিটালাইজেশনে বাংলাদেশের বিনিয়োগ ছিল ১ শতাংশ ও ২০১২ সালে তা ৮ শতাংশে দাঁড়ায়।

এমওএস/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।