অভিজিতের হত্যাকারীদের শিগগিরই গ্রেফতার করা হবে : আইজিপি


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

গত বছর বইমেলা চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত লেখক ও ব্লগার অভিজিৎ হত্যার ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে আশা দেখিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। একইসঙ্গে তিনি এ কথাও জানিয়েছেন, খুনিদের সনাক্ত করা গেছে।

শুক্রবার বিকেলে বইমেলা পরিদর্শনে গিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, এবার ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকাসহ পুরো দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাত ১২টা থেকে শেষ প্রহর পর্যন্ত সারাদেশে টহল অব্যাহত থাকবে। হুমকি না থাকলেও সম্ভাব্য বিষয় বিবেচনায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বইমেলা ও ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো হুমকি রয়েছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, না। কোনো ধরনের হুমকি নেই। বইমেলায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো অঘটন ঘটেনি।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- রমনা বিভাগের এডিসি জসিম উদ্দিন, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দীক।

এরআগে মেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্টলগুলো ঘুরে দেখেন তিনি। কয়েকটি বইয়ের মোড়কও উন্মোচন করেছেন আইজিপি।

জেইউ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।