শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ নয় বলেই বিভ্রান্তি: তাপস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৭ এএম, ১৪ ডিসেম্বর ২০২২

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা যায়নি বলে এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায় বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৪০ বছর পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে একাত্তরের ঘাতক দালালদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের বিচার, শাস্তিও সম্পন্ন হয়েছে। সেই কাজ এখনো চলমান। তবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা যায়নি বলে এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায়।

তাপস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী সরকার দীর্ঘ ২১ বছর সরকার পরিচালনায় ছিল বলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করেছে। এ কারণেই সঠিক তালিকা প্রণয়ন করা উচিত।

তিনি বলেন, প্রকৃত গবেষণার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা হলে তারা ইতিহাসে বীরোচিত সম্মাননা পাবেন।

এর আগে সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবি স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

আইএইচআর/এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।