শাহজী বাজার বিউবো উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর রেজিস্ট্রেশন শুরু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ১৩ ডিসেম্বর ২০২২

শাহজী বাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের (বিউবো) ৫৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। আগামী ৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশনের শেষ সময় আগামী ২০/১২/২০২২। স্কুলের সাবেক ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি আনন্দমুখর করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ জমির আলী। রেজিস্ট্রেশন করার জন্য ব্যাচ প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে অনলাইনে কিংবা সরাসরি অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

এমআরএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।