পশ্চিমবঙ্গের বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার আহ্বান মমতার


প্রকাশিত: ০৭:২২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন। এজন্য নাগরিকত্ব প্রদানের ক্ষমতা জেলাশাসকদের হাতে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে শিগগিরই চিঠি দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পরে এ তথ্য জানান মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ১৯৮৫ সালের পূর্ব পর্যন্ত বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করতে পারতেন জেলাশাসকেরা। পরে সন্ত্রাসের অভিযোগে কেন্দ্র তা কেড়ে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা যারা এ রাজ্যে পাঁচ বছরের বেশি সময় ধরে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি, তারা ভারতের নাগরিকত্ব পেতে পারেন।

কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের তিন দিন আগে মমতার এ দাবি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছেন, মমতার দাবি নিছক প্রশাসনিক নয়, এতে অন্য উদ্দেশ্যও রয়েছে।

তারা বলছেন, বাংলাদেশি শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার জন্য আইন সংশোধন করা হবে বলে লোকসভা ভোটের আগে কলকাতায় একাধিক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি। এর আগে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল, যারা সর্বস্ব খুইয়ে বাংলাদেশ থেকে এসেছেন, তাদের ভারতীয় নাগরিকত্ব দিতে আমরা বদ্ধপরিকর।

তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ অশোকনগরে বলেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া তার মন্ত্রণালয় শেষ করলেও রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সংশোধিত আইন পাশ করা যাচ্ছে না।

বিজেপির বিধায়ক শমীক ভট্টাচার্য মমতার দাবির পর বলেন, পশ্চিমবঙ্গ এমনিতেই বারুদের স্তূপে বসে আছে। মুখ্যমন্ত্রী আরও সর্বনাশ ডেকে আনতে চান। রাজনৈতিকভাবে মমতার এ দাবিকে মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বিজেপির এই বিধায়ক।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।