নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল
আফগানিস্তানের সফররত সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ একটি রোল মডেল। বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তাদের সরকার অনুসরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সফররত আফগানিস্থানের মহিলা বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান মিজ ফৌজিয়া কুফি-এর নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল বুধবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রেবেকা মমিনের সঙ্গে এক মত-বিনিময় সভা জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হয়।
বৈঠকে আফগানিস্তান প্রতিনিধিদল দেশটির নারীদের সার্বিক অবস্থার একটি চিত্র তুলে ধরেন। তারা নারীদের কর্মসংস্থান, শিক্ষা ও নারী পুরুষের বৈষম্যের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বাংলাদেশ ও আফগানিস্তানের নারীরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়।
আফগানিস্তান নারীদের হয়রানি ভয়াবহ আকার ধারণ করেছে বলেও উল্লেখ করে প্রতিনিধিদল।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রতিনিধিদলের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
নারীদের অধিকার নিশ্চিতকরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে তাদের সামনে তুলে ধরা হয়।
তারা ভবিষ্যতে উভয় দেশে নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
একে/আরআইপি