কেরানীগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


প্রকাশিত: ০২:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও দুই জনকে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করেন র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা মাসুদ করিম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি মো. সাজ্জাদ হোসেন জানান, অভিযান পরিচালনাকালে আদালত মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স, মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও অপরিছন্ন পরিবেশে রোগীদের সেবাদান করার অপরাধে “কেরানীগঞ্জ নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাকির হোসেন (৬৫) ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এছাড়া আদালত জিনজিরা ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টারের মালিক আনোয়ার হোসেন দীপু (৩১) একই আইনে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বৈধ লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠান ২টি সিলগালা করেন আদালত।

জেইউ/এসকেডি/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।