শাহজালালে ৫ কেজি চেতনানাশক পদার্থ জব্দ

ফাইল ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গুদাম থেকে পাঁচ কেজি চেতনানাশক তরল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার বিকেলে এসব জব্দ করা হয়। বিমানবন্দরের একটি প্লাস্টিকের কন্টেইনারে করে তামাক আইন লঙ্ঘন করে মালবাহী ইউনিট এ আনা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের ড. মইনুল খান। তিনি জানান, শুল্ক গোয়েন্দা শাহজালাল বিমানবন্দরে পাঁচ কেজি চেতনানাশক তরল পদার্থ জব্দ করেছে যা অপরাধমূলক উদ্দেশ্যে ব্যবহারের জন্য আনা হয়েছিল।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারের পর এর আমদানি দাতাকে খোঁজা হচ্ছে। র্যাব ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে ওই চেতনানাশক তরল পদার্থ অপরাধমূলক কাজের জন্যই নিয়ে আসা হয়েছিল। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/এমএস