বৃহস্পতিবার সেন্সরে যাচ্ছে এক পৃথিবী প্রেম


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

এসএ হক অলিক। দেশের স্বনামধন্য চিত্র নির্মাতা। রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ চলচ্চিত্র দিয়ে তিনি দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছেন। কুড়িয়েছেন সমালোচকদের প্রশংসাও। নতুন খবর হচ্ছে, আগামীকাল সেন্সরে জমা পড়তে যাচ্ছে গুনি এ পরিচালকের চতুর্থ ছবি `এক পৃথিবী প্রেম`।

জাগো নিউজকে এই নির্মাতা জানালেন, বৃহস্পতিবার `এক পৃথিবী প্রেম’ ছবিটি সেন্সরে জমা দেব। সবকিছু ঠিক থাকলে এবং ছাড়পত্রের টিকিট মিললে এপ্রিলে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে ‘এক পৃথিবী প্রেম’ এ প্রধান দুটি চরিত্রে আছেন নতুন জুটি হালের সম্ভাবনাময় চিত্রনায়ক আসিফ নূর এবং তার বিপরীতে আছেন চিত্রনায়িকা আইরিন। এই ছবির গানের সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, মিলন মাহমুদ ও পড়শী।

এছাড়াও ছবিতে থাকবে হাবিব ওয়াহিদ ও হৃদয় খানের সুর ও কণ্ঠে দুটি গান। বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভূতিই এ ছবির গল্পের প্রেক্ষাপট। পাশাপাশি থাকছে নতুন প্রজন্মের প্রেম। মূলত এই দুটি বিষয়কে উপজীব্য করেই নির্মাতা অলিকের এবারের মিশন।

এনই/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।