রাজবাড়ীতে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ১১:০৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাজবাড়ীতে ৫ কোটি টাকার মানহানি মামলা মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি দায়ের করেছেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট আশরাফুল হাসান আশা।

বুধবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ ১নং আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়েছে।

আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হাসান মো. খায়রুল্লাহ জেলা তথ্য কর্মকর্তাকে এক মাসের মধ্যে তদন্ত র্পূবক প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন।

এসময় জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট গণেশ নারায়ণ চৌধুরী, রাজবাড়ী পিপি অ্যাডভোকেট উজির আলী শেখসহ বেশ কয়েক জন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।