কাশিয়ানীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১০:৪২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ২ জন। বুধবার দুপুরে ঢাকা- খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

কাশিয়ানী থানা পুলিশের ওসি মনিরুল ইসলাম জানিয়েছে, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নাজিপুরের উদ্দেশ্যে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৪ যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার ২ জনকে মৃত ঘোষণা করেন। হতাহতদের কোনো নাম পরিচয় জানা যায়নি।

এস এম হুমায়ূন কবীর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।