প্রকাশ হলো শাহরুখের ফ্যানের নতুন গান (ভিডিও)

দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টারের সবচেয়ে বড় ফ্যান। এই ট্যাগ লাইনেই নির্মিত হচ্ছে বলিউড বাদশাহর পরবর্তী ছবি ‘ফ্যান’। সম্প্রতি প্রকাশ হয়েছে এ ছবিটির একটি গান। এর আগে ফ্যানের ব্যতিক্রমধর্মী পোস্টার জনপ্রিয়তাও পেলেও এবার নতুন করে শাহরুখ ভক্তদের মাঝে ` জাবরা ফ্যান` গানটি ঝড় তুলেছে।
`ফ্যান` ছবি প্রযোজনায় থাকছে বলিউডের বিগ শর্ট প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্ম প্রোডাকশন। কিছুদিন আগে ছবির পোস্টার ও টিজার ছেড়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। ছবির মূল কাহিনি শাহরুখ খানের এক ভক্তকে নিয়ে। শাহরুখের এই ভক্তের নাম গৌরব। মজার ব্যাপার হচ্ছে শাহরুখের ভক্তের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ নিজেই। `ফ্যান` ছবিটি মনীশ শর্মা পরিচালিত। শাহরুখ খান ছাড়াও ছবিতে অন্যান্যের মধ্যে অভিনয় করেছেন ওয়ালুসচা ডি সুজা, শ্রেয়া পিলগাওকার প্রমুখ। ছবিটি চলতি বছর এপ্রিলের ১৫ তারিখ মুক্তি পাচ্ছে।
এদিকে, গতবছর `দিলওয়ালে` ছবিটি মুক্তি পায়। রোমান্টিক ঘরানার `দিলওয়ালে`র মাধ্যমে ৫ বছর পর জুটি হিসেবে পর্দায় ফিরেছেন শাহরুখ খান এবং কাজল। এছাড়া এই ছবিটিতে আরও অভিনয় করেছেন ভারুন ধাওয়ান এবং কৃতি শ্যানন।
এনই/এএইচ/আরআইপি