বইমেলায় ফার্স্টবয়দের বন্ধু হয় না

অমর একুশে বইমেলায় এসেছে খালেদুর রহমান জুয়েলের প্রথম কিশোর উপন্যাস ‘ফার্স্টবয়দের বন্ধু হয় না’। বইটি প্রকাশ করেছে দেশ পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি সোহারাওয়ার্দী উদ্যানে দেশ পাবলিকেশন্সের ৪০৭ ও ৪০৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।
কিশোরদের শিশুতোষ গল্প না শুনিয়ে তাদের নিজেদের জীবনের গল্প বলে ভেতরের জগতটাকে জাগিয়ে দেয়া যায়, প্রকৃত মানুষ হওয়ার পথকে ত্বরান্বিত করা যায় কিশোর উপযোগী ভাষা এবং গল্পের মাধ্যমে। এ বইটি সে ধরনেরই একটা উপস্থাপনা, ভিন্ন ধরনের একটা প্রচেষ্টা।
খালেদুর রহমান জুয়েল ছোটবেলা থেকেই লিখেন। ছোটদের জন্যেই বেশি লিখেন। গদ্য, পদ্য দুটোই লিখেন। বর্ণিল শিক্ষাজীবন এবং কর্মজীবনের অভিজ্ঞতা তাঁর লেখাকে প্রভাবিত করে, সমৃদ্ধ করে। শুরুটা প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকতা দিয়ে। ছোটদের কাগজ এবং পরবর্তীতে প্রিয়জন পত্রিকায় সহকারী সম্পাদক। তারপর ইলেকট্রনিক মিডিয়ায়। দীর্ঘদিন আছেন এ পেশায়। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে। বর্তমানে তিনি বিজ্ঞাপনী ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাক্টিভিস্ট কমিউনিকেশনস লিমিটেডের চিফ ক্রিয়েটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর।
কাজের প্রয়োজনে মীনাসহ অনেক অনেক গল্প, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, ডকুমেন্টারির স্ক্রিপ্ট লিখতে হয়েছে। থিমসং, গান, জিঙ্গেল তো আছেই। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ- ফুল হয়ে ফুটব, রেন্ট-এ-হার্ট ও চারুলিপি।
খালেদুর রহমান জুয়েল জাগো নিউজকে বলেন, ‘আমার প্রথম কিশোর উপন্যাসে ধরাবাঁধা ক্রাইটেরিয়া আমি ফলো করিনি। একটু ভিন্ন কিছু করতে চেয়েছি। চেষ্টা করেছি কিশোর-তরুণদের ভাবনার জগতটাকে একটু প্রসারিত করতে, অন্তর্জগতটাকে জাগিয়ে দিয়ে ভিন্নভাবে ভাবাতে।’
এসইউ/আরআইপি