মিছিলের মুখ তারিক আনাম (ভিডিও)

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে মাসুম শাহরিয়ারের গল্পে পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মিছিলের মুখ’। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নিয়ে নির্মিত এই নাটকটির মূখ্য একটি চরিত্রে অভিনয় করেছেন দর্শক নন্দিত অভিনেতা তারিক আনাম খান ।
নাটকটির গল্পে দেখা যাবে, স্ত্রী আর ১৪-১৫ বছরের দুটি ছেলে মেয়ে নিয়ে সরকারি কর্মকর্তা ইসমাইল সাহেবের সংসার। রুটিন জীবন অভ্যস্ত, তাই অফিস থেকে বাসায় ফিরে ছেলে মেয়েদের সময় দেন। আর রাতের খাওয়ার পর স্ত্রীর সঙ্গে বসে টিভিতে নাটক-সিনেমা দেখেন। তরুণ বয়সে ইসমাইল সাহেবের অভিনয়ের ঝোঁক ছিলো। কিন্তু হঠাৎ করে চাকরিটা না হয়ে গেলে আজ হয়তো তিনি অভিনেতা হতেন। তার সুযোগও ছিলো। নাটক দেখতে বসলে অভিনয়ের ভুল ত্রুটি নিয়ে তিনি স্ত্রীর সঙ্গে আলোচনা করেন। যা থেকে কখনো কখনো ঝগড়ার অনুসঙ্গ তৈরি হয়।
ইসমাইল সাহেবের একমাত্র শ্যালিকা অনুসূয়া। যদিও তাকে অনু নামেই সবাই ডাকে। ফাইন আর্টস থেকে মাস্টার্স সম্পন্ন করে এখন মিডিয়াতে কাজ করে। অনু নাটক সিনেমার আর্ট ডিরেক্টরের কাজ করে। ইসমাইল সাহেবের অভিনয়ের প্রতি দুর্বলতার কথাটা অনু জানে। তাই দুলাভাইকে সাদাকালো পুরনো একটা ফটোগ্রাফ দেখায় সে। ছবিটা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির একটা মিছিলের ছবি। ১৪৪ ধারা ভেঙে ছাত্র জনতা ভাষার জন্য মিছিল করছে, সেই ছবি।
অনু জানায়, ওরা ভাষা আন্দোলনের বিষয় নিয়ে একটা ছবি করছে। ও সেই ছবির আর্ট ডিরেক্টর সে। ফটোগ্রাফের এই দৃশ্যটা ওর ছবির জন্য দরকার। যেখানে ইসমাইলকে মিছিলের একটা চরিত্র করতে হবে। সে মিছিলের সামনের সারিতে দাঁড়িয়ে স্লোগান দেবে, রাষ্ট্রভাষা বাংলা চাই। এর চেয়ে দারুন চরিত্র আর কি হতে পারে। এই চরিত্রটা কোন ছোট চরিত্র না, এটা অনেক বড় চরিত্র। তাই ইসমাইলও রাজি হয়। কিন্তু শুটিং শুরু আগের রাতে একটি স্বপ্ন সব কিছু উল্টে দেয়। ফলে ঘুম থেকে উঠে শ্যালিকাকে বলেন ‘আমি তোমাদের ছবির মিছিলে অভিনয় করতে চাই না। একটা ‘সত্যিকারে মিছিলের মুখ হতে চাই।’ তারপরের ঘটনা অন্যদিকে মোড় নেয়।
নাটকে ইসমাইল নামের চরিত্রেই দেখা মিলবে অভিনেতা তারিক আনাম খানের। এছাড়া তার শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘মিছিলের মুখ’ নাটকটি ২১ ফেব্রুয়ারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভিতে প্রচারিত হবে।
দেখুন নাটকটির ফার্স্ট লুক :
এনই/এল/এমএস