রাজশাহীতে শিশু নির্যাতন : আরো ৩ আসামির জামিন


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীর পবায় দুই স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় আরও ৩ আসামির জামিন হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ আদালত (শিশু) এর বিচারক হায়দার আলী খন্দকার এ জামিন দেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন- ফজলুল মিয়া, রাকিব ও কমল।

এর আগে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল আদালত থেকে মামলাটি শিশু আদালতে পাঠানো হয়। তবে সোমবার তথ্য গোপন করে ওই আদালত থেকে এ মামলার দুই আসামি জামিন নিয়েছেন বলে জানান এপিপি রাশেদ উন নবী আহসান।

এপিপি রাশেদ উন নবী আহসান জানান, মঙ্গলবার দুপুরে রাজশাহীর সিনিয়ার জুডিশিয়াল আদালত-১ এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মামলার ৭ আসামি। তবে নির্যাতিত শিশুদের একজনের বয়স ১৩ ও অপজনের ১৪ বছর বিচারক একরামুল কবীরের নজরে আসায় আবেদনটি শুনানির জন্য গ্রহণ না করে মামলাটি শিশু আদালতে পাঠিয়ে দেয়। শিশু আদালত থেকে বুধবার আরও তিন আসামি জামিন নিলেন।

এদিকে, শিশু নির্যাতনের ঘটনায় বিক্ষোভ অব্যাহত আছে। বুধবার এলাকাবাসী জড়ো হয়ে দোয়ারি মোড়ে বিক্ষোভ করেছে। এছাড়াও বেসরকারি সংগঠন লফসের উদ্যোগে নির্যাতনকারীদের বিচারের দাবিতে মহানগরীর সাহেববাজার এলাকায় মাবনবন্ধন করে।

শাহরিয়ার অনতু/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।