টুটুলের সঙ্গে গাইবেন প্রতীক-পড়শী

সংগীত শিল্পী এস আই টুটুল, পড়শী ও প্রতীক হাসান। গানের ভুবনে জনপ্রিয় তিন নাম। গানের ধরণ ও স্বাদে তিনজনেরই রয়েছে স্বকীয়তা। সেই ভিন্নতা নিয়ে এবার তারা গাইবেন একমঞ্চে।
জানা গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্টে আয়োজিত বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় আগামীকাল বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি অংশ নিচ্ছেন তারা। অনুষ্ঠানের নাম ‘বসন্তে স্বপ্নীল সন্ধ্যা’। টাইটেল স্পন্সর পপুলার লাইফ ইন্সুরেন্স কো.।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া এবং এটিএন ইভেন্টসের যৌথ আয়োজনের এ অনুষ্ঠানে সংগীত ছাড়াও থাকবে নৃত্যসহ অন্যান্য পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টসের শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার কুমিল্লাসহ এটিএন বাংলার পরিচালক, পুপলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন স্তরের পদস্থ কর্মকর্তাবৃন্দ।
লোপা হোসাইন ও ইসরাত পায়েলের উপস্থাপনা এবং মুকাদ্দেম বাবু ও আবদুস সাত্তারের যৌথ প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা ৪৫মিনিটে এটিএন বাংলার পর্দায়।
এলএ/এমএস