জয়পুরহাটে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৭:৪০ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বিরুদ্ধে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজেস্ট্রেটের আদালতে মানহানির মামলা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো বাদী হয়ে ৫০০ কোটি টাকার এ মানহানির মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ডিজিএফআই এর সরবরাহ করা তথ্য যাচাই বাছাই না করে সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী সংবাদ প্রকাশ করেন মাহফুজ আনাম। এ সংবাদ প্রকাশের জন্য জয়পুরহাট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মিজানুর রহমান টিটো বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া মামলাটি আমলে নিয়ে আগামী ২০ মার্চ মামলার আদেশ শুনানির দিন ধার্য করেন। জয়পুরহাট জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

রাশেদুজ্জামান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।