কন্যা হত্যায় অভিযুক্ত ভারতীয় মিডিয়া মোঘল


প্রকাশিত: ০৭:২৯ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ভারতীয় মিডিয়া মোঘল পিটার মুখার্জির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ দাখিল করেছে পুলিশ। সৎ কন্যাকে হত্যায় জড়িত অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিডিয়া মোঘল রুপার্ট মারডকের প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া নেটওয়ার্কের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার মুখার্জিকে গত বছরের নভেম্বরে গ্রেফতার করা হয়। এর আগে ভারতীয় এই মিডিয়া টাইকুন এক বিবৃতিতে বলেন, কন্যা হত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

নিহত শিনা বোরা নামের ওই তরুণীকে প্রথমে মুখার্জির স্ত্রীর বোন বলে ধারণা করা হলেও পরে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দেশটির গোয়েন্দা কর্মকর্তারা নিশ্চিত হন, নিহত তরুণী ভারতীয় এই মিডিয়া মোঘলের সৎ কন্যা ছিলেন। পুলিশ এ ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে ওই তরুণীর মা ইন্দ্রা মুখার্জির নাম প্রকাশ করেছে। ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইন্দ্রা মুখার্জির প্রথম স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ।

বার্তা সংস্থা এএফপি নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে; একই ধরনের অভিযোগ গঠন করা হয়েছে মুখার্জির বিরুদ্ধেও।

২০০৯ সালে শিনা বোরাকে হত্যার সঙ্গে মিডিয়া মোঘল মুখার্জি, তার স্ত্রী ও গাড়ির চালক এবং অন্যান্যরা জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।