নায়ক মান্নার স্মরণে শুধু সিনেমার গান

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক প্রয়াত মান্না। আজ বুধবার, ১৭ ফেব্রুয়ারি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেতার ৮ম মৃত্যুবার্ষিকী। দিনটি উপলক্ষে নানা কর্সসূচির আয়োজন করেছে মান্না ভক্তরা।
পাশাপাশি নানা অনুষ্ঠান লক্ষ করা যাচ্ছে দেশীয় টিভি চ্যানেলেও। সেই ধারাবাহিকতায় বৈশাখী টেলিভিশনে আয়োজন করা হচ্ছে মান্না স্মরণে বিনোদন মূলক অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। এ অনুষ্ঠানে থাকবে মান্না অভিনীত সব জনপ্রিয় চলচ্চিত্রের গান।
এটি প্রযোজনা করেছেন শারমিন দীপ্তি ও উপস্থাপনায় রয়েছেন আফরীন। ফেয়ার এণ্ড লাভলী নিবেদিত ‘শুধু সিনেমার গান’ অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ বুধবার বিকেল ৩টা ৩০ মিনিটে ।
এলএ/এমএস