টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক


প্রকাশিত: ০৬:২৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া ও হেচকার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জাগো নিউজকে জানান, বুধবার ভোরে টেকনাফ বিওপির একটি টহল দল নাইট্যংপাড়া এলাকায় নাফ নদী থেকে পাচারের সময় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

অপর এক অভিযানে হেচকার খাল থেকে আরও ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আয়াজ উদ্দিন (২০) নামে এক মিয়ানমার নাগরিককে আটক করে তারা। তাকে টেকনাফ থানায় সোপর্দ করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছ। এ সময় মালিকবিহীন ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা টেকনাফ ২ ব্যাটায়িলন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে নষ্ট করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এফএ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।