হবিগঞ্জে নিখোঁজ ৪ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের ৫ দিন পর ৪ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে সুন্দ্রাদীঘি গ্রামের পার্শ্ববর্তী বালুরচর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্ররা হলো- বাহুবল উপজেলার সুনন্দ্রা গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) ।
বাহুবল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জাগো নিউজকে জানান, শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলা করতে যায় ওই স্কুলছাত্ররা। সন্ধ্যার পরও তারা বাড়িতে ফিরে না আসায় অভিভাবকরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন শনিবার ওই চার স্কুলছাত্রের সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে আজ (বুধবার) সকালে শ্রমিকরা বালু উত্তোলন করতে এসে পঁচা গন্ধ পায়। পরে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ পৌনে ১টার দিকে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে যায়।
এখলাছুর রহমান খোকন/এসএস/আরএস/এমএস