বইমেলায় ক্ষুধার্ত ধানের নামতা

অমর একুশে বইমেলায় এসেছে তরুণ শব্দসৈনিক গিরীশ গৈরিকের প্রথম কাব্যগ্রন্থ ‘ক্ষুধার্ত ধানের নামতা’। বইটি প্রকাশ করেছে বেহুলাবাংলা প্রকাশনী।
বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। এতে ৫৩টি কবিতা রয়েছে। ৬৪ পৃষ্ঠার বইটির মূল্য রাখা হয়েছে ১৩৫ টাকা। কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে কবি ওবায়েদ আকাশকে।
কবি গিরীশ গৈরিক বলেন, ‘বইটির পাঠ উন্মোচনে বিশেষ অতিথি ছিল একঝাঁক পথশিশু। এছাড়া এই বইয়ের ৫০ শতাংশ রয়্যালিটি পথশিশুদের আহারের জন্য ব্যয় করা হবে।’
এসইউ/পিআর