পর্দা নামলো এসএ গেমসের


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

স্বাগতিক ভারতের প্রাধান্যের মধ্য দিয়েই শেষ হলো দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের দ্বাদশতম আসর। আজ (মঙ্গলবার) ভারতের আসামের গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পর্দা নামলো এ গেমসের। ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোর এ শ্রেষ্ঠত্বের লড়াই।

গেমস পদক তালিকায় ১৮৮ স্বর্ণসহ ৩০৮ পদক নিয়ে যথারীতি শীর্ষস্থানে আছে ভারত। ২৫ স্বর্ণসহ ১৮৬ পদক নিয়ে তার পরের অবস্থানে শ্রীলঙ্কা। ১২ স্বর্ণসহ ১০৬ পদক নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পাকিস্তান। আসরের শেষ দিকে এসে চমক দেখিয়েছে আফগানিস্তান। ৭ স্বর্ণসহ ৩৫ পদক নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে চতুর্থ অবস্থানে আছে তারা। ৪ স্বর্ণসহ ৭৫ টি পদক নিয়ে বাংলাদেশ পঞ্চম। ২০১০ সালে অনুষ্ঠিত গেমসের পদক তালিকায় বাংলাদেশ ছিল তিন নম্বরে, এবার দুই ধাপ পিছিয়ে পঞ্চম।

ঢাকা এসএ গেমসে বাংলাদেশ ১৮ স্বর্ণ, ২৪ রৌপ্য ও ৫৫ তাম্রপদক পেয়েছিল। কিন্ত এবার তারা গতবারের ১৮ স্বর্ণের অর্ধেকও জেতেনি! অথচ গেমসে অংশ নিতে ভারত যাওয়ার আগে দলের কর্মকর্তারা বড় মুখ করে অনেক পদক জয়ের আশাবাদ ব্যক্ত করে গিয়েছিলেন। বাংলাদেশের অর্জন ৪ সোনা। আর এই সোনার ৩টিই জিতেছেন নারী ক্রীড়াবিদরা। ভারোত্তলনে মাবিয়া আক্তার সিমান্ত জেতেন প্রথম স্বর্ণটি। তারপর জলকন্যা মাহফুজা আক্তার শিলা সাঁতারে একাই জেতেন ২টি স্বর্ণ। আর পুরুষদের মধ্যে একমাত্র স্বর্ণজয় করেন পিস্তল শুটিংয়ে শাকিল আহমেদ।

চূড়ান্ত পদক তালিকা

দেশ

স্বর্ণ

রৌপ্য

তাম্র

মোট পদক

ভারত

১৮৮

৯০

৩০

৩০৮

শ্রীলঙ্কা

২৫

৬৩

৯৮

১৮৬

পাকিস্তান

১২

৩৭

৫৭

১০৬

আফগানিস্তান

১৯

৩৫

বাংলাদেশ

১৫

৫৬

৭৫

নেপাল

২৩

৩৪

৬০

মালদ্বীপ

ভুটান

১৫

১৬


আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।