সাগর-রুনি হত্যা মামলায় জামিন পেলেন তানভীর


প্রকাশিত: ০৭:০০ এএম, ০২ ডিসেম্বর ২০১৪

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার আসামি তানভীর রহমানের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হক জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন।

এর আগে নিম্ন আদালত ও হাইকোর্টে বেশ কয়েকবার তানভীর রহমানের জামিন আবেদন করলেও তা  খারিজ হয়ে যায়।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজা বাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। এ ঘটনায় পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের আলম।

এ চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত শুরু করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দুই মাস পর হাইকোর্টের নির্দেশে তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।