কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান হলেন মনিরুল ইসলাম
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে পুলিশের নবগঠিত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।
মঙ্গলবার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি নতুন এই ইউনিটে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুক পোস্টে তিনি সবার শুভকামনা ও সহযোগিতা কামনা করেছেন।
মনিরুল ইসলামের ফেসবুক পোস্টটি হুবুহু তুলে ধরা হলো, ‘আপনাদের শুভকামনা ও সহযোগিতার ফলে নবগঠিত "কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম" এর চীফ "অতিরিক্ত পুলিশ কমিশনার" হিসাবে যোগদান করলাম!!! নবগঠিত ইউনিটটি আমার অনেক দিনের স্বপ্ন! আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ! আমার প্রত্যাশা আপনাদের শুভ কামনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।’
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিএমপির যুগ্ম কমিশনার থেকে মনিরুল ইসলামকে অতিরিক্ত কমিশনার পদে পদন্নোতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন দায়িত্ব নেয়ার একদিন পরই পুলিশের নতুন এই ইউনিটের প্রধান করা হলো তাকে।
এআর/এনএফ/পিআর