ইউপি নির্বাচন : বিএনপি প্রার্থীদের প্রত্যয়ন করবেন ফখরুল


প্রকাশিত: ১০:৪৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থীদের প্রত্যয়ন করবেন দলের ভারপ্রপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুর কবির রিজভী।

এক প্রশ্নের জবাবে রিজভী জানান, এবার ইউপি নির্বাচনে দলীয় চেয়ারপারসন প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়ন দেবেন দলীয় মহাসচিব। ১৮ ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত চিঠি ইসিকে দেয়া হবে।

তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন  খালেদা জিয়া। এ বিষয়টি আজ লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।”

তিনি আরো বলেন, গত পৌরসভা নির্বাচনে যুগ্ম মহাসচিব প্রত্যয়ন করলেও এবার ইউপি নির্বাচনে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি করা হয়েছে।

রিজভী বলেন, গত ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলীয় গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়। চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনেও ভোট হবে। আগামী মার্চে বিএনপির কাউন্সিল হওয়ার কথা । ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের প্রার্থী বাছাইয়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, নবম সংসদের সময় যারা বিএনপি প্রার্থী ছিলেন তারাও প্রার্থী বাছাইয়ে থাকবেন। এখন ছয়জন তৃণমূলের প্রার্থী বাছাই করবেন।

প্রসঙ্গত, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধিত দলগুলোর মনোনীত প্রার্থীর প্রত্যয়ন দেয়ার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম, পদবী ও নমুনা স্বাক্ষর রিটার্নিং অফিসার ও ইসিতে জমা দিতে বলা হয়েছে।

ইতোমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ইসিকে জানিয়েছে, সভানেত্রী শেখ হাসিনা ইউপি প্রার্থী মনোনয়ন ও প্রত্যয়ন দেবেন। অন্যদিকে, জাতীয় পার্টির প্রাথীর প্রত্যয়ন করবেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার এবং জেএসডির আসম আবদুর রব প্রত্যয়ন করবেন দলটির প্রার্থীদের।

এইচএস/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।