সংবিধানের ভাষাগত ত্রুটি ও অসঙ্গতি কোনোভাবেই কাম্য নয়


প্রকাশিত: ১০:৪৬ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ বলেছেন, সংবিধানের ভাষাগত ত্রুটি ও অসঙ্গতি কোনোভাবেই কাম্য নয়। সংবিধানের ভাষাগত অসঙ্গতি দূর করতে সকলকে আন্তরিক হতে হবে।
 
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা করেন। গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের উদ্যোগে ‘সংবিধানের ভাষা: ত্রুটি ও অসঙ্গতি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী।

আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. হারুনার রশীদ। অনুষ্ঠান সঞ্চালন করেন গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক লতিফা বেগম।
 
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াৎ আনসারী বাংলায় লিখিত সংবিধানের ভাষাগত বিভিন্ন দিক তুলে ধরে বলেন, আমাদের সংবিধানের বাক্য কাঠামোতে অনেক দুর্বলতা রয়েছে। বিভিন্ন জায়গায় সাধু-চলিতের মিশ্রণ এবং শব্দের অপপ্রয়োগ করা হয়েছে। একই বাক্যে বাংলা ও ইংরেজি শব্দের ব্যবহার এবং একবচনের পরিবর্তে বহুবচনের ব্যবহার করা হয়েছে। এতে অনেক ভুল বানানও রয়েছে। তিনি সংবিধানের এসব ভাষাগত দুর্বোধ্যতা ও ত্রুটি দূর করার ওপর গুরুত্বারোপ করেন।    
 
এমএইচ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।