ছাদ থেকে লাফিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, বাঁচালো ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ২০ নভেম্বর ২০২২
মো. কাউসারকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় ষষ্ঠতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাওয়া মো. কাউসার (২৭) নামের এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

উদ্ধারের পর তাকে পুলিশে হস্তান্তর করা হয়। পরে পুলিশ পরিবারের সদস্যদের ডেকে তাদের কাছে তুলে দেয়।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যায় ভাষানটেক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোর্শেদ আলম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

তিনি বলেন, সকালে বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের একটি টিম প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে আমরা ফায়ার সার্ভিসের উপস্থিতিতেই তাকে পরিবারের কাছে হস্তান্তর করি।

এই কর্মকর্তা আরও বলেন, কাউসার ভবনটিতে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চালক হিসেবে কর্মরত। তিনি বেশ কিছুদিন ধরে মানসিক চাপে রয়েছেন। মানসিক চাপ থেকেই আত্মহত্যার চেষ্টা করেন।

আরএসএম/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।