জোয়ারে মুক্ত মেঘনার চরে আটকে পড়া আঁচল
দীর্ঘ দশ ঘন্টা পর মেঘনার চরে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে ঘন কুয়াশার কারণে নোঙর করা এম ভি আঁচল-৪ লঞ্চটি জোয়ারে মুক্ত হয়েছে। গজারিয়া থানার ওসি ফেরদৌস হোসেন এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লঞ্চটি সোমবার ভোর রাত সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার ইসমানির চর গ্রাম সংলগ্ন মেঘনা পাড়ে চরের মধ্যে আটকা পড়ে। পরে দুপুর আড়াইটার দিকে লঞ্চটি যাত্রী শূণ্য অবস্থায় বালুচর থেকে মুক্ত হয়ে নারায়ণগঞ্জের দিকে চলে যায়। তবে লঞ্চটি আটকা পড়ার পর যাত্রীরা পর্যায়ক্রমে ট্রলারে, ছোট লঞ্চে করে, কেউবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে গন্তব্যে চলে যায়।
লঞ্চের মাস্টার মফিজুল হক জানান, নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে প্রায় পাঁচ শতাধিক যাত্রী নিয়ে পিরোজপুর জেলার শর্সীনা পীর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে লঞ্চটি।