মুক্তিযোদ্ধা দিবস পালিত


প্রকাশিত: ০২:১১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৪

মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালিত হয়েছে। ০১লা ডিসেম্বর সোমবার এ দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে ঢাকায় সকাল সাড়ে ৭টায় মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে সদস্য-সচিব এডভোকেট হাবিবুর রহমান শওকত, আসাদুজ্জামান আরজু, মাইনুর রহমান, কাশেম চিশতী, আবদুস সামাদ পিন্টু, আবুল হোসেন এবং সেক্টর কমান্ডারার্স ফোরামের পক্ষ থেকে হারুন হাবিব, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের পক্ষ থেকে মো. নুরুন্নবীসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল সাড়ে ৯টায় শাহবাগ প্রজন্ম চত্বরে সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের জমায়েত হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তন অভিমুখে বিজয় শোভাযাত্রা করেন।

শাহবাগ প্রজন্ম চত্বরে মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন (অব.), জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের মহাসচিব শাহজাহান কবির বীর প্রতীক, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের মহাসচিব আব্দুস সালাম পিন্টু, সেক্টর কমান্ডারার্স ফোরাম নেতা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, জাসদের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এডভোকেট শাহ জিকরুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ফকির জিয়াউদ্দিন, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান শওকত, আবুল হোসেন প্রমুখ।

শিখা চিরন্তনে শপথ পাঠ করান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়াউদ্দিন (অব.)। - বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।