দখলমুক্ত হলো ফুলবাড়িয়া সুপার মার্কেটের ৫ দোকান

প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হচ্ছে দোকান
রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-১ এর বেজমেন্টে থাকা পাঁচটি দোকান দখলমুক্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই দোকানগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এসময় ফুলবাড়িয়া সুপার মার্কেটের বেজমেন্টের পি-১, পি-২, পি-৩, পি-৬ ও পি-১১ দোকান দখলমুক্ত করা হয়। এরপর দোকানগুলো বরাদ্দপ্রাপ্ত বৈধ মালিকদের বুঝিয়ে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান বলেন, ফুলবাড়িয়া সুপার মার্কেটে পাঁচটি দোকানের প্রকৃত বরাদ্দপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে তাদের দোকান বুঝে পাচ্ছিলেন না। দোকানগুলো বুঝে পেতে তারা মেয়র বরাবর আবেদন করেন। তাই ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এমএমএ/জেডএইচ/জেআইএম