চট্টগ্রামে একই স্কুলের দুই শিক্ষার্থী ১০ দিন ধরে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৯ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে দুই শিক্ষার্থী ১০ দিন ধরে নিখোঁজ। গত ১ নভেম্বর তারা কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর ঘরে ফেরেনি।

নিখোঁজ দুজন হলেন- মো. মমতাজ রহমান রিফাত (১৪) ও হুমাইরা জান্নাত (১৪)। তারা দুজন খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

রিফাত বোয়ালখালী উপজেলা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফয়েজ আহমদ সওদাগরের বাড়ির মনসুর আলমের ছেলে। আর হুমাইরা একই এলাকার কুতুব মেম্বার বাড়ির আবদুল মান্নানের মেয়ে।

এদিকে, এ ঘটনায় গত ৫ নভেম্বর বোয়ালখালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হুমাইরার মা রিনা আক্তার। আর ৮ নভেম্বর একই থানায় জিডি করেছেন রিফাতের মা শিরিন আকতার।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ‘দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন পরিবারের সদস্যরা। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।’

ইকবাল হোসেন/এএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।