হিজড়া সেজে প্রতারণাকারীদের বিচারের দাবি
যেসব অপরাধীরা হিজড়া সেজে বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের বিচারের দাবি জানিয়েছে অসহায় প্রকৃত হিজড়া সম্প্রদায় নামের একটি সংগঠন। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে হিজড়ারা বলেন, ভয়ংকর সব অপরাধীরা হিজড়া সেজে হত্যা, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র, মাদক ও পতিতা বাণিজ্যে চালিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ পুরুষদেরকে প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে পুরুষঙ্গ কেটে হিজড়ায় রূপান্তরিত করে এই অপরাধী চক্র। পুরুষরা হিজড়া সেজে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে বলেও অভিযোগ করেন তারা।
হিজড়ারা বলেন, হিজড়ারাও মানুষ। আমরা কাজ চাই, কর্ম করে খেতে চাই। মানুষের কাছে হাত পাততে চাই না, ভিক্ষা করতে চাই না। হিজড়াদের নামে যারা সন্ত্রাস চাঁদাবাজি করছে তাদের বিচার চাই।
এসময় তারা সন্ত্রাসী কচি, সীমা, স্বপ্না হিজড়ার শাস্তির দাবি করেন। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) উত্তরা এলাকায় সেজুতি নামে এক হিজড়াকে গুলি করে হিজড়া কচি, সীমা, স্বপ্না ও তাদের সহযোগীরা। আহত সেজুতি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মানববন্ধনে আপন আক্তার, সোনালী, রীনাসহ শতাধিক হিজড়া উপস্থিত ছিলেন।
এএস/এসকেডি/এবিএস