হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০৪ নভেম্বর ২০২২

দেশে মিঠা পানির একমাত্র মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ বাড়ীঘোনা উত্তর মসজিদের পাশ থেকে ২৫ কেজি তিনশ গ্রাম ওজনের মৃত ডলফিনটি উদ্ধার করা হয়।

হালদা অস্থায়ী নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. এনামুল হক জানিয়েছেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটি থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছিল।

ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ডলফিনটি মারা গেছে এবং ভাটায় হালদার পাড়ে ভেসে ওঠে। ডলফিনটির দৈর্ঘ্য ৪ ফুট ৮ ইঞ্চি এবং প্রস্থ এক ফুট এক ইঞ্জি। তবে ডলফিনটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ইকবাল হোসেন/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।