রোনালদোর জোড়া গোলে রিয়ালের জয়

রোনালদোর জোড়া গোলে ঘরের মাঠে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার অ্যাতলেটিক বিলবাওকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে জিদানের শিষ্যরা।
ঘরের মাঠে তৃতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল তারকা রোনালদো। করিম বেনজেমার বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারবে ফাঁকি দিয়ে কোনাকুনি এক শটে দলকে এগিয়ে দেন এই তারকা। তবে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। সাত মিনিট বাদেই রাফায়েল ভারানের ভুলে গোল করে দলকে সমতায় ফেরান স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের এরাসো।
ম্যাচের ৩৭ মিনিটে ২৫ গজ দূর থেকে দারুণ বাঁকানো এক শটে চমৎকার এক গোল করে দলকে এগিয়ে দেন হামেস রদ্রিগেস। আর বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন টনি ক্রুস।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে রোনালদোর নেওয়া শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন বিলবাও গোলরক্ষক। ৬৮ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বিলবাও, তবে গোলরক্ষক নাভাস দ্রুত বিপদমুক্ত করেন। ম্যাচের ৮৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভারানে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।
এর চার মিনিট বাদে লুকাস ভাসকেসের উচু করে বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৪-১ করে সহজ জয় নিশ্চিত করেন রোনালদো। ম্যাচের শেষ মিনিটে দারুণ এক হেডে হারের ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার এলুসতোন্দো উর্কিয়োলা। তবে এ গোলে জয় নিয়ে মাঠ ছাড়তে কোন সমস্যা হয়নি রোনালদো-রদ্রিগেসদের। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা রিয়ালের পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫৩। আর শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট দুই ম্যাচ কম খেলে ৫৪।
এমআর/আরআইপি