রসিক নির্বাচন ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ৩০ অক্টোবর ২০২২
ফাইল ছবি

ডিসেম্বরের শেষ অথবা আগামী জানুয়ারির শুরুতে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের তফসিল নভেম্বর অথবা ডিসেম্বরে দেওয়া হবে।

রোববার (৩০ অক্টোবর) নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, রংপুর সিটি নির্বাচনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরুর দিকে নির্বাচন হতে পারে।

সাবেক এই ইসি সচিব বলেন, সময় শেষ করে নির্বাচন করতে চাই না। একটু আগেই করতে চাই। ইভিএম বা সিসি ক্যামেরার বিষয়ে কমিশন সভায় পরে সিদ্ধান্ত হবে। তবে সব সিটিতে ইভিএম, সিসি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আপত্তিকে গুরুত্ব দেই। তবে কোনটা সুবিধা সেটা আমলে নিই। আগামীতে সিটি করপোরেশন বা পৌরসভায় যে নির্বাচন হবে সেখানে ইভিএম, সিসি ক্যমেরা ব্যবহার করবো।

‘আমাদের রোডম্যাপে আইসিটির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত আছে। সিসি ক্যামেরায় অনিয়ম ধরতে সহজ হবে। কারণ ভোটকেন্দ্রের বাইরের (অনিয়ম) সবাই দেখে। কিন্তু ভেতরেরটা তো সবাই দেখে না।’ বলেন তিনি।

ইভিএম বা সিসি ক্যামেরা ব্যবহার না করার অনুরোধ রাখবেন কি না- এমন প্রশ্নের জবাবে এই কমিশনার বলেন, যদি আমাদের কারিগরি সামর্থ্য হয় তবে কারও কথা শোনার তো কোনো সুযোগ নেই। ইভিএমের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত আমাদের।

তিনি আরও বলেন, নিরাপত্তার জন্য বাসাবাড়িতে, মার্কেটে, রাস্তায় সিসি ক্যামেরা আছে। এটার কারণ হলো অপারাধ কে করলো তা সহজে ধরা। সিসি ক্যামেরা থাকলে অপরাধী সতর্ক থাকে। অন্যদিকে সবারই সক্ষমতা সীমিত। আইনশৃঙ্খলা বাহিনী, কমিশন কারও সক্ষমতা অসীম নয়। সিসি ক্যামেরা থাকলে সবার জন্যই সহজ হয়।

এইচএস/ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।