শচীনের রেকর্ড ভাঙলেন ভোজেস


প্রকাশিত: ০৯:১৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলে শচীনের ১২ বছরের পুরনো রেকর্ড ভেঙলেন ভোজেস। টেস্টে এক বারও আউট না হয়ে সর্বাধিক রান করার রেকর্ড এত দিন ছিল শচীনের। এবার এই রেকর্ড নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার ভোজেস।  

২০০৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত একবারও আউট না হয়ে ৪৯৭ রান করেছিলেন শচীন। এর মধ্যে ছিল অপরাজিত ২৪১, অপরাজিত ৬০, অপরাজিত ১৯৪ এবং ২। এ দিন সেই রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রেলীয় ডানহাতি ব্যাটসম্যান ভোজেস। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অপরাজিত ২৬৯, অপরাজিত ১০৬ করেছিলেন ভোজেস। আর এ দিন ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে করলেন অপরাজিত ১৭৬। একই সঙ্গে আউট না হয়ে ৫০০ রান করা ব্যাটসম্যানদের ক্লাবের একমাত্র সদস্য হলেন তিনি।

এদিকে ভোজেস এবং উসমান খাজার সেঞ্চুর উপর ভর করে ওয়েলিংটনে অবশ্য নিউজিল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাককালামের ক্যারিয়ারের শেষ টেস্টের দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে ২৮০ রানে এগিয়ে গিয়েছে তারা। হাতে রেয়েছ চার উইকেট।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।