বইমেলায় সাহস রতনের সে ও মিশিনা


প্রকাশিত: ০৮:২৮ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কয়েছে সাহস রতন এর সাইন্স ফিকশন উপন্যাস ‘সে ও মিশিনা’। বইটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানস্থ সাহস পাবলিকেশন্স এর ৩৭৫ নাম্বার স্টলে। বইটির নজরকাড়া প্রচ্ছদ এঁকেছেন শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। অসাধারণ কাহিনী নিয়ে বইটি লেখা হয়েছে।

কাহিনী সংক্ষেপ- এপ্লাইড ফিজিক্সের উচ্চতর ডিগ্রিধারী মিশিনা। মাস্টার্স কমপ্লিট করে বাংলাদেশ সরকারের মহাকাশ-বিজ্ঞান একাডেমিতে গবেষক বিজ্ঞানী হিসেবে কর্মরত। আন্তর্জাতিক মহাকাশ-বিজ্ঞান সাময়িকীগুলোতে তার অসংখ্য প্রবন্ধ ছাপা হয়েছে অত্যন্ত গুরুত্ব দিয়ে। আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছে পরপর দুইবার। জাতীয় আইকিউ প্রতিযোগিতার সর্বশেষ আসরে রের্কড গড়া স্কোর করে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে। ইতোমধ্যে ইন্টার-গ্যালাকটিক হিউম্যান স্প্যাসিস বিষয়ে দেশীয় ও আন্তর্জাতিক সবগুলো জার্নালে তার প্রবন্ধ ছাপা হয়ে ব্যাপক আলোচিত হয়েছে। নিজ যোগ্যতায় আন্তর্জাতিক মহাকাশ-বিজ্ঞান একাডেমির কনিষ্ঠতম স্থায়ী সদস্য নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। একদিন ভোরে মিশিনা তার বাড়ির পাশের পাহাড়ে ঘুরতে গিয়ে দেখা পায় স্প্যাসশিপের। স্প্যাসশিপ থেকে নেমে আসে ভিন গ্রহের একজন মানুষ যার ডিএনএ কোড আইজিএইচএস-২৫০০১। ‘সে’ জানায় তাদের গ্রহের বিজ্ঞানীরা আয়ত্ব করেছে পৃথিবীর বর্তমান বিজ্ঞান থেকে ২৫০০০ বছর এডভান্সড বৈজ্ঞানিক জ্ঞান। তারা এসব বৈজ্ঞানিক কলাকৌশল মিশিনার মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে হস্তান্তর করতে চায়। কিন্তু কিছু শর্ত আছে। কী সেই শর্ত? জানতে হলে পড়তে হবে বইটি।

‘সে ও মিশিনা’ সাইন্স ফিকশান উপন্যাসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

এইচএন/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।