এ যেন এক অন্যরকম বইমেলা


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

শনিবার সপ্তাহিক ছুটির দিন। এদিন আবার পহেলা ফাল্গুন হওয়ায় প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজাও। সব মিলিয়ে আজ বাংলা একাডেমি আয়োজিত বইমেলাকে দেখা যাচ্ছে অন্যরকম আবহে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ব্যস্ত নগরীর বিনোদনপ্রিয় মানুষ ঘুরতে বেরিয়েছেন আজ। দিনটি পহেলা ফাল্গুন হওয়ায় নতুন উচ্ছ্বাস যেন লেগেছে মানুষের মাঝে। এসব মানুষের মধ্যে অনেকেই সকাল থেকে ভিড় করছেন বাংলা একাডেমির অমর একুশে বইমেলায়।

শনিবার মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ফাল্গুনের মূল উৎসব অনুষ্ঠিত হলে বইমেলা প্রাঙ্গণেও যেন উৎসবের কোনো কমতি নেই। তরুণ-তরুণীরা এসব উৎসব একটু ভিন্নভাবে পালনের চেষ্টা করলেও পরিবারের সব সদস্যের একত্রে বইমেলায় আসার চিত্রও চোখে পড়েছে।

আজকের এই বিশেষ দিবসে বইমেলাও সেজেছে ভিন্ন সাজে। সকাল থেকেই বিভিন্ন গ্রন্থের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে মন্ত্রীরা অংশগ্রহণ করেছেন। এসেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গও।

এমএম/এসইউ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।