ঘূর্ণিঝড় সিত্রাং

আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি প্রধানমন্ত্রীর ঘর পাওয়া ৪ লাখ মানুষকে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৫ অক্টোবর ২০২২
ফাইল ছবি

দেশের ১৯ উপকূলীয় জেলায় ৬১ হাজার ৩৭৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ঘূর্ণিঝড় সিত্রাংয়েরতাণ্ডব থেকে বাঁচতে প্রায় চার লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়নি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব থেকে বাঁচতে ১৯ উপকূলীয় জেলায় দুই লাখ ১৯ হাজার ৬৯০ জন মানুষ ও ৪৫ হাজার ৪৪২টি গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। মোট সাত হাজার ৪৯০টি আশ্রয়কেন্দ্রে ধারণ ক্ষমতা ছিল ৪২ লাখ ৭৪ হাজার।

আরও জানানো হয়, উপকূলীয় জেলার আশ্রয়ণের ৬১ হাজার ৩৭৮টি ঘরে কয়েক লাখ মানুষ আশ্রয় পেয়েছেন। ফলে জানমালের ক্ষতি অনেক কম হয়েছে। দুর্যোগ সহনীয় ঘর হওয়ায় কোনো ঘরের তেমন ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর মাধ্যমে ভূমিহীন-গৃহহীন মানুষ ঘর পাওয়ায় তাদের দুর্যোগ ঝুঁকি হ্রাস পেয়েছে। দুর্যোগকালীন মানুষের ও গবাদি পশুর জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে।

এসইউজে/আরএডি/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।